আসানসোল: মঙ্গলবার আসানসোল পুরনিগমের বরো চেয়ারম্যান এবং আধিকারিকদের নিয়ে আসানসোল পুরনিগম এলাকার হকারদের পুনর্বাসন নিয়ে বৈঠক করা হয়।
৪ নম্বর বরো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি জানান, আসানসোল পুরনিগমের বরো চেয়ারম্যান এবং আধিকারিককে নিয়ে সুডা থেকে হকারদের পুনর্বাসন নিয়ে নির্দেশ নিয়ে একটা বৈঠক করা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত হকারদের এনওসি নিয়ে বরো চেয়ারম্যানের কাছে জমা দিতে হবে এবং নতুন কোনো হকার বসতে চাইলে তাদের ব্যাপার নিয়ে পরবর্তী কালে সিদ্ধান্ত নেওয়া হবে, তালিকার বাইরে আপাতত কোনো হকারকে বসতে দেওয়া হবে না।
তিনি আরও জানান, আগামী ৩১ তারিখের মধ্যে সমস্ত হকারদের এনওসি নিয়ে বরো চেয়ারম্যান সুডার কাছে পাঠাবে। তাদের কাছ থেকে নির্দেশ পাবার পর আসানসোল পুরনিগমের পক্ষ থেকে হকারদের পুনর্বাসন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Be First to Comment