আসানসোল: সোমবার আসানসোল পুরনিগমের বোর্ড মিটিংয়ে একাধিক বিষয়ে আলোচনা করা হয়। আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জানান, পুরনিগমের আর্থিক পরিস্থিতি অবনতির কারণে পুরনিগমের সাত থেকে আটটি গাড়ি বার করে দেওয়া হবে।
মেয়র বিধান উপাধ্যায় জানান, আসন্ন দোল, রোজার সময় যাতে পাণীয় জলের সরবরাহ ঠীক থাকে সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে ।
এছাড়া বিভিন্ন বাড়ির নকশা অনুমোদন করা হয়েছে । গত দূর্গাপূজার সময় ডিভিসি কর্তৃপক্ষ জল ছাড়ার কারণে বিভিন্ন জায়গায় বন্যা হয়েছিল । আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে জল ছাড়ার পরিমাণ কম করার পর, ছট পূজার সময় নদীতে জলের সমস্যা হলে ডিভিসির কাছে পুনরায় আবেদন করা হয়। এরপর তারা কিছু জল ছাড়ে ।

তবে এখন পুরনিগমের পক্ষ থেকে মেসিন বসানোর কাজ সম্পূর্ণ হলে নদীর নীচ থেকে জল তুলে সরবরাহ করা হবে। পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে জলের পাইপ লাইন বসানো এখনো সম্ভব হয়নি সেইসব জায়গায় ট্যাংকার দিয়ে জল সরবরাহ করা হবে।
এদিকে আসানসোল পুরনিগমের আর্থিক পরিস্থিতি অবনতির কারণে পুরনিগমে চলা সাত থেকে আট খানা গাড়িকে আর চালানো সম্ভব হচ্ছে না, তাদের বসিয়ে রেখে অযাচিতভাবে পয়সা দেওয়া হচ্ছে । সেইসব গাড়িগুলো আপাতত বার করে দেওয়া হবে।




Be First to Comment