অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোল পুরনিগমের আলোচনা হল-এ শনিবার আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় ও পুর কমিশনার রাজু মিশ্রের সঙ্গে আসানসোল চেম্বার অফ কমার্স-সহ বেশ কয়েকটি বণিকসভার একটি বৈঠক অনুষ্ঠিত হল ।
এ দিনের বৈঠকে আসানসোল চেম্বার অফ কমার্স সহ অন্য বনিকসভার প্রতিনিধিরা ব্যবসা সংক্রান্ত কিছু সমস্যার কথা তুলে ধরে পুর আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেন। যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাগুলির সমাধান করার জন্য মেয়র ও কমিশনারকে অনুরোধ করা হয়েছে ।
পরে আসানসোল চেম্বার অফ কমার্সের সেক্রেটারি শম্ভু নাথ ঝাঁ বলেন, “আমরা বেশকিছু সমস্যা নিয়ে মেয়র ও পুর কমিশনারের সঙ্গে আলোচনা করেছি। ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স করার ক্ষেত্রে খুব অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে। পোর্টালে কিছু সমস্যা রয়েছে, তারজন্য এই অসুবিধা হচ্ছে” ।

তিনি আরও বলেন, “অকুপেশন ট্যাক্স করার ক্ষেত্রেও ব্যবসায়ীরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এইসব নিয়ে এদিনের বৈঠকে মেয়র ও পুর কমিশনারকে অবগত করা হয়েছে। তাঁরা আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন”।
এই বৈঠকে জগদীশ বাগরি, সতপাল সিং কির, শচীন ভালোটিয়া, গুরবিন্দর সিং উপস্থিত ছিলেন।




Be First to Comment