উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,মথুরাপুর : বৈশাখের প্রবল গরমকে উপেক্ষা করে চলছে ভোটের প্রচার। আজ, শনিবার ঘোড়াদল বাজারে জনসংযোগে অংশ নিলেন মথুরাপুর কেন্দ্রের এসইউসিআই প্রার্থী বিশ্বনাথ সরদার।
এ দিন প্রচারে বেরিয়ে বিশ্বনাথ বলেন, “দীর্ঘদিন কৌতলা অঞ্চলের বামুনেরচক গ্রাম থেকে ঢোলার মাদার পাড়া পোল ভায়া ঘোড়াদল বাজার পর্যন্ত বেহাল ও অবহেলিত রাস্তা সংস্কার শাসক দল কথা দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছে, এই দাবি নিয়ে দীর্ঘদিন আমাদের দল আন্দোলন করে চলেছে। এলাকার প্রাথমিক স্কুল, হাইস্কুল এসএসকে বিদ্যালয়গুলির পরিকাঠামোর উন্নয়ন দরকার।”
এসইউসিআই প্রার্থী আরও বলেন, “গরমকালে পানীয় জলের সংকট তীব্র দেখা দিয়েছে। মথুরাপুর ব্লক হাসপাতাল ও গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলির উন্নয়ণ অবহেলিত। নদী, জঙ্গল ও সমুদ্রে ঘেরা মথুরাপুর লোকসভা কেন্দ্রের খেটে খাওয়া কৃষি ও শ্রমজীবী জনগণ। এলাকার কোনো কাজ না পেয়ে ঘরে ঘরে বেকার যুবকরা ঘর ছেড়ে ভিন রাজ্য এমনকি বিদেশে কাজের সন্ধানে পরিযায়ীদের মতো ঘুরে বেড়াচ্ছেন। “

ঘোড়াদল বাজারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিশ্বনাথ সরদার এই সমস্যাগুলো সমাধানের দাবিতে সংসদের ভিতরে আন্দোলনের বার্তা পৌঁছে দিতে এসইউসিআই (সি) দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান।




Be First to Comment