উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : জঙ্গলে হাসপাতাল, না কি এ বার হাসপাতালে জঙ্গল, তা কাছে না গেলে বোঝার উপায় নেই।এমনই অবস্থা মথুরাপুর-১ ব্লকের অধীন ঘাট বকুলতলা সুস্বাস্থ্য কেন্দ্রের।
আগাছায় ঢেকেছে স্বাস্থ্য কেন্দ্রের চত্বর।যার জেরে এখন অসুবিধা হচ্ছে স্থানীয়দের।এই কেন্দ্র থেকে পরিষেবাও ঠিক ভাবে মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের।মথুরাপুর থানার বলরামপুর গ্রামের একেবারে শেষ প্রান্তে অবস্থিত এই সুস্বাস্থ্য কেন্দ্রটি । এই হাসপাতালের পোশাকি নাম ঘাটবকুলতলা সুস্বাস্থ্য কেন্দ্র। এই কেন্দ্রটি দূর থেকে দেখলে মনে হবে যেন জঙ্গলের মধ্যে থাকা একটি পোড়ো বাড়ি।
স্থানীয় মানুষজনরা একাধিকবার এরপরিকাঠামোগত উন্নয়নের দাবি তুললেও কোনো কাজ হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।তাঁরা বলেন, সরকার যেখানে স্বাস্থ্য পরিষেবা উন্নত করার জন্য কাজ করছে সেখানে এই হাসপাতালের এরকম অবস্থা। পরিষেবা পাওয়া যায় না।বড় কোনো অসুবিধা হলে বাইরে যেতে হয়। আগে এখানে বিদ্যুৎ ছিল না।তবে এখন বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়েছে।তবে হাসপাতাল চত্বরটি এখনও আগাছায় মোড়া। হাসপাতালের গায়ে বড় বড় গাছ জন্মেছে।এই কেন্দ্রের উপর প্রায় ১০ থেকে ১২ টি গ্রামের কয়েক হাজার মানুষ নির্ভরশীল।
স্থানীয় মানুষজন এও বলেন, “এই হাসপাতাল থেকে জ্বর,সর্দি, কাশির মত সাধারণ রোগের ওষুধ পাওয়া যায়।কিন্তু বড় কিছু ঘটে গেলে চিকিৎসা পাওয়া যায় না।তাঁর ওপর এত জঙ্গলে সাপের উপদ্রব আছে।ভয় করে আমাদের। আমরা চাই দ্রুত এর পরিকাঠামো বদল করা হোক।আগাছা মুক্ত করা হোক”।
এ ব্যাপারে স্থানীয় বিধায়ক ডা. অলক জলদাতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্রুত আগাছামুক্ত ও উন্নত পরিষেবার বিষয়টি দেখবার প্রতিশ্রুতি দেন।
Be First to Comment