Press "Enter" to skip to content

কীর্তন চলাকালীন দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ব্যাপক রণক্ষেত্রের পরিস্থিতি পাণ্ডবেশ্বরে

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : হরিপুর পঞ্চায়েতের বাজারি গ্রামে শনিবার রাতে কীর্তন অনুষ্ঠান চলাকালীন বাদ্যকর পাড়া ও বাউরি পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ব্যাপক রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় । মারপিটে জড়িয়ে পড়ে দুই পক্ষ । চলে ইট বৃষ্টি । ঘটনাতে আহত হন একাধিক ব্যক্তি ।

শনিবার রাতেই চারজনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে । বাউরি পাড়ার সুরেশ বাউরী বলেন, পাড়ার লোকেরা কীর্তন অনুষ্ঠান দেখতে গেলে বাদ্যকর পাড়ার লোকজনেরা বাধা দেয়। তা থেকে এই ঘটনার সূত্রপাত ।

গভীর রাতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।রবিবার সকালে পাণ্ডবেশ্বর থানায় একটি লিখিত অভিযোগ করা হয় বাউরি সমাজ-এর পক্ষ থেকে। দোষীদের শাস্তির দাবি তোলা হয় বাউরি সমাজের পক্ষ থেকে ।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *