বার্নপুর : আগামী ডিসেম্বর মাসে আসানসোল পোলো গ্রাউন্ডে বার্নপুরের বালাজী মন্দিরের পক্ষ থেকে ১০৮ জন কুমারীর গণবিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আসানসোল পোলো গ্রাউন্ডে উপস্থিত হয়ে বালাজী ধামের পক্ষ থেকে গণ বিবাহ অনুষ্ঠানের ব্যাপারে সাংবাদিক সম্মেলনে দিলীপ দাস ত্যাগী এবং নরসিংহ বাঁধের বালাজী ধামের সন্তোষ ভাই জানান, বিগত প্রত্যেক বছর বালাজী ধামের পক্ষ থেকে গণবিবাহের আয়োজন করা হয় ।
এই বছরও বালাজী ধামের ২৫ বছর পূর্তী উপলক্ষে অমৃত মহোৎসব প্রকল্পের অধীনে ১০৮ জন কুমারীর গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাঙালি, বিহারি ও মারওয়ারী ধর্মাবলম্বী কুমারী মেয়েদের গণবিবাহ অনুষ্ঠানে দেশের সুপ্রসিদ্ধ সাধুরা উপস্থিত হয়ে দম্পতিদের বিবাহ দেওয়ার পর তাদের আশীর্বাদ করবেন।
তাঁরা জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে ইচ্ছুক কন্যাদের অভিভাবকরা নাম নথিভুক্ত করতে পারবেন।
Be First to Comment