কলকাতার রেড রোডে ঈদের নমাজ। ছবি: রাজীব বসু
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, মুর্শিদাবাদ : ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে ঈদ হল অত্যন্ত পবিত্র একটি উৎসব। টানা ৩০ দিন রোজা করার পর ইসলাম ধর্মাবলম্বী মানুষরা ঈদের খুশিতে মেতে উঠেন। আজ সেই উৎসবের দিন ।
মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর কসাইখানা জামে মসজিদ, বহরমপুর গোরাবাজার জামে মসজিদ, কান্দি পীরতলা জামে মসজিদ, কান্দি হোটেলপাড়া জামে মসজিদ, লালবাগ নবাবী জামে মসজিদ, জঙ্গিপুর দাদাঠাকুর মোড় জামে মসজিদ, ডোমকল মানিকতলা জামে মসজিদ-সহ জেলার বিভিন্ন মসজিদে আজ ঈদের নমাজ পড়ার মাধ্যমে খুশির ঈদ পালন করা হল। ঈদের নামাজে অংশগ্রহণ করেছিলেন এলাকার অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ।

শুধু মুর্শিদাবাদ নয়, কলকাতা-সহ জেলায় জেলায় এদিন সকাল থেকেই উচ্ছ্বাস আনন্দের বাতাবরণ। রমজান শেষে খুশির ঈদের আনন্দ- উদযাপনে রঙিন কোচবিচার থেকে কলকাতা, বালুরঘাট থেকে বর্ধমান। রাজ্য জুড়ে আজ সকাল থেকেই যথারীতি সকলে ঈদের প্রার্থনায় অংশ নিয়েছেন। এরপর সেরেছেন কোলাকুলি, মিষ্টিমুখ।




Be First to Comment