অনলাইন কোলফিল্ড টাইমস: সোমবার বাঁকুড়া জেলার রাইপুরে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে কড়া ভাষাতেই প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা। পাশাপাশি বিষ্ণুপুরের বিজেপি সাংসদের প্রসঙ্গে বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।
বাঁকুড়া জেলায় দু’টি লোকসভা কেন্দ্র। এর মধ্যে বাঁকুড়া কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী এবং বিষ্ণুপুরে সুজাতা মণ্ডল। অন্য দিকে এই দুই কেন্দ্রে বিজেপি প্রার্থীরা হলেন যথাক্রমে সুভাষ সরকার ও সৌমিত্র খাঁ। এই সভা থেকে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের নাম না করেই তাঁকে কটাক্ষ করলেন মমতা।
এ দিন বক্তৃতার শুরুর দিকেই মমতা বলেন, “বাঁকুড়া ও বিষ্ণুপুর দুটো সিটই পেয়েছিল গত লোকসভায় বিজেপি দল। কিছু করেছে? আমি জিগ্যেস করছি, কিছু করেছে? বাঁকুড়ার এমপি কিছু করেছে, বিষ্ণুপুরের এমপি কিছু করেছে? ক’বার রাইপুরে এসেছেন? ক’বার তালড্যাংরায় গেছেন?…নিজের কাজ নিয়ে ব্যস্ত। এরা মানুষের কাজে ব্যস্ত নয়।”

এর পরই তিনি বলেন, “আরেক জন বিষ্ণুপুর…নাই বা বললাম। তাঁর, জানি না ডিভোর্স হয়েছে কি না, তাঁর স্ত্রী সেখানে দাঁড়িয়েছেন। এবং তাঁর যদি আমি ফোটোগুলো খুলি, তা হলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন, বিজেপি কত আদর্শবান দল। যারা মিথ্যে কথা বলে বেড়ায়। সব ছবি আমার কাছে আছে।”
পাশাপাশি, এ দিনের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে মমতার মন্তব্য, বলছে ৪ জুনের পর সব জেলে ভরব। এ কথা কি প্রধানমন্ত্রীর মুখে শোভা পায়? গোটা দেশে জেল বানান। তাঁর কথায়, “আমরা বলি নতুন সংসদ ভবনটা এখনই জেল করে দিন। কথার কথা বলুন। হুঙ্কার দিলে জেনে রাখবেন আমরা রয়াল বেঙ্গল টাইগার। আমরা লড়াই করলে লড়াই সামলানোর ক্ষমতা কারও নেই। গণতান্ত্রিক ভাষায় কাজ করুন, গ্রেফতারি বন্ধ করুন।”




Be First to Comment