অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, অন্ডাল ও দুর্গাপুর : উত্তরবঙ্গের পরে দক্ষিণবঙ্গ সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগেই নজরে পুরুলিয়া ও বাঁকুড়া।
তারজন্য আরও একবার পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের জন্য রবিবার ও সোমবার যথাক্রমে পুরুলিয়া ও বাঁকুড়ায় নির্বাচনী জনসভা রয়েছে তাঁর।
শনিবার বিকেলে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থেকে বিশেষ বিমানে অন্ডালের কাজি নজরুল বিমানবন্দরে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে এ দিন বিমানবন্দরে ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী প্রদীপ মজুমদার এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু এবং আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক।

বিমানবন্দর থেকে সোজা সড়কপথে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে আসেন তিনি। এখানেই শনিবার রাত্রিবাস করবেন । রবিবার সকালে দূর্গাপুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে উড়ে যাবেন পুরুলিয়ার উদ্দেশে। তার জন্য দুর্গাপুরের অস্থায়ী হেলিপ্যাড তৈরি হয়েছে ।




Be First to Comment