অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, জলপাইগুড়ি: শুক্রবার উত্তরবঙ্গের দুই জেলায় জোড়া জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ দিন আলিপুরদুয়ারের তুফানগঞ্জে প্রথম সভা মমতার। তাঁর দ্বিতীয় জনসভা জলপাইগুড়ির এবিপিসি গ্রাউন্ডে। আজকের সভা থেকে কী বার্তা দেবেন, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
গত রবিবার ক্ষণেকের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার একাংশ। রাতেই বিশেষ হেলিকপ্টারে ঘটনাস্থলে যান তৃণমূল সুপ্রিমো। ঝড় বিধ্বস্ত এলাকায় ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। সেখান থেকে প্রশাসনিক কাজের তদারকিও করেন মুখ্যমন্ত্রী।
এর পর, বৃহস্পতিবার তিনি উত্তরবঙ্গে ভোটপ্রচার শুরু করে দেন। প্রথম সভাটি করেন কোচবিহারের মাথাভাঙার গুমানির হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে। তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়ার সমর্থনে সভা করেন। দ্বিতীয় জনসভাটি করেনজলপাইগুড়ির মাল আদর্শ বিদ্যাভবনের মাঠে। সেখানকার প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে সভা করেন তিনি।

এ দিনেও জোড়া সভা করবেন মমতা। একটি সভা হবে আলিপুরদুয়ার লোকসভার অধীন তুফানগঞ্জে। দ্বিতীয়টি হবে জলপাইগুড়ি লোকসভা এলাকায়। আলিপুরদুয়ারে তৃণমূল প্রার্থী করেছে প্রকাশ চিক বরাইক এবং জলপাইগুড়িতে বিধায়ক নির্মলচন্দ্র রায়কে। ২০১৯ সালের লোকসভা ভোটে এই দু’টি আসনই জিতে নিয়েছিল বিজেপি। এ বার ওই আসন জিততে চায় তৃণমূল।
উল্লেখ্য, ২০১৯ এর লোকসভা ভোটে উত্তরবঙ্গের একাধিক আসন হারিয়েছিল তৃণমূল কংগ্রেস। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিনটি আসনেই জয় পেয়েছিল বিজেপি। এ বার সেই উত্তরবঙ্গকেই পাখির চোখ করতে চায় তৃণমূল। সফরসূচি অনুযায়ী, প্রথম দফার ভোটের আগে মোট ১০টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।




Be First to Comment