প্রবোধ দাস, পুরুলিয়া: লোকসভা নির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া জেলার লুধুড়কা শিব মন্দির প্রাঙ্গণে সভা থেকে বললেন, “আগের বারে লোকসভা নির্বাচনে আপনারা বিজেপিকে জয়ী করেছিলেন, বিজেপির সাংসদকে দেখেছেন, সাদা না কালো। ওরা একটা গদ্দারের দল, দেশ বিক্রি করার দল। তাই এদেরকে বিশ্বাস করবেন না।” একইসঙ্গে তাঁর প্রশ্ন, “এ বারে তৃণমূলকে ভোট দেবেন তো?”
তিনি আরও বলেন, “আমরা দিচ্ছি লক্ষী ভান্ডার, আমরা দিচ্ছি কৃষি ভান্ডার আর ওরা দিচ্ছে ইডি ভান্ডার। ওরা তৃণমূলকে ভয় দেখাচ্ছে, তৃণমূলের নেতা কর্মীদের জেলে দিচ্ছে। ওরা জানে না আমরা তৃণমূল কংগ্রেস করি। আমরা মানুষের সাথে আছি সব সময়। এবং থাকব। “
এ বার রামনবমী, ইদের মতো নানা উৎসব রয়েছে ভোটের ঠিক আগে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা, “এই সময়ে রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি তৈরির চেষ্টা করবে বিজেপি কর্মী-সমর্থকেরা।” আর তাই তাঁর দলের নেতা-কর্মীদের প্রতি মুখ্য়মন্ত্রীর পরামর্শ, ”বিজেপি যা পারছে করুক কিন্তু আপনারা কোনও প্ররোচনায় পা দেবেন না। নিজেদের মতো থাকবেন। ভোটে জয়ী হওয়ার পরের দিন আপনারা শান্তি মিছিল করবেন ওদের বুঝিয়ে দেবেন, তৃণমূল বাংলায় শান্তি বজায় রাখে, শান্তি শৃঙ্খলা দল। উৎসবের নামে অশান্তি করে না।”

এ দিনের সভায় তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে সভা করতে গিয়ে এই আশঙ্কার কথা বললেন। আজ থেকে সপ্তাহ দুয়েক পরই শুরু হয়ে যাবে চব্বিশের লোকসভা ভোট। তার প্রচারে দলীয় প্রার্থীদের সমর্থনে জেলায় জেলায় জনসভা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পুরুলিয়ার থেকে প্রচার শুরু করলেন তিনি। উনিশের লোকসভা ভোটে পুরুলিয়ায় পদ্মঝড় উঠেছিল। জিতেছিলেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো। চব্বিশের নির্বাচনে সেই কেন্দ্রটি পুনরুদ্ধারে তৎপর তৃণমূল।
এ বার ঘাসফুলের প্রার্থী রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো। তাঁর সমর্থনে সভা করতে গিয়েই দলনেত্রী ভোটের সময়ে শান্তি বজায় রাখতে পরামর্শ দিলেন।এ দিনের সভা থেকে মুখ্যমন্ত্রী দলের প্রার্থী শান্তিরাম মাহাতোর হাত ধরে মঞ্চে তুলে বলেন, ‘‘তৃণমূলকে ভোট দিন। নয়তো আগামী দিনে ভারতবর্ষ থাকবে না। আর এখান থেকে বিজেপিকে জেতাবেন না। ওরা সব কেড়ে নেবে। ধর্ম, জাত কেড়ে নেবে। ইডি, সিবিআই লাগিয়ে দেবে।’’
এনআইএ-র অভিযান নিয়ে তাঁর কটাক্ষ, ‘‘আবার রামনবমী আসছে। চকোলেট বোম ফেললেও এনআইএকে ঢুকিয়ে দেবে। পুরুলিয়ায় সব হোটেলে গিয়ে তল্লাশি চালাচ্ছে, কোন নেতা কোথায় থাকছে। কি করছে। আমি বলি তোদের কি। আমরা কি করি। আমরা তৃণমূল কংগ্রেসের দল করি তাই আমরা অন্যায় করি না। অন্যায় করতে দেব না। পুরুলিয়ায় পানীয় জলের একটা সমস্যা আছে। তা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে।
সবশেষে তিনি আদিবাসীদের ধামসা মাদলের তালে, আদিবাসীদের সঙ্গে নিত্য করে, সকল কর্মী সমর্থকদের হাতে হাত মিলিয়ে ভোটে প্রচারের জোরদার ভাবে নামার নির্দেশ দেন। তিনি আরও বলেন, “জনগণের গর্জন আর বিরোধীদের বিসর্জন। মা বোনদের গর্জন আর বিজেপির বিসর্জন। মোদী তো শুধু গ্যারান্টি দেন, কোনো কাজ করেন না। আর আমরা ১০০% গ্যারান্টি পুরুলিয়া এ বার তৃণমূল কংগ্রেসের জয় হবে।”




Be First to Comment