২০২৪ সালের ৩১ ডিসেম্বর, বছরের শেষ দিনে আসানসোলের মাইথন জলাধারে পিকনিকের ভিড় জমে উঠল।

দূরদূরান্ত থেকে পর্যটকরা পিকনিকের আনন্দ উপভোগ করতে মাইথনে এসেছেন এবং আগামীকাল ইংরাজি বছরের প্রথম দিনে আরও আসবেন।

বছরের শেষ দিনে ঠান্ডা বেশি থাকায় অন্য বছরের তুলনায় ভিড় কিছুটা কম।


পর্যটকদের মতে, মাইথনের দৃশ্য অত্যন্ত সুন্দর এবং মনোরম।

ঠান্ডা বাতাস, নৌকা ভ্রমণ, গান-বাজনা, এবং খাওয়াদাওয়া নিয়ে মাইথন জলাধারে উৎসবমুখর পরিবেশ।




Be First to Comment