সালানপুর: ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মাইথনে বনভোজন করতে পর্যটকদের উপচে পড়া ভিড়।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এদিন বনভোজন করতে আসে পর্যটকরা। পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকেও পর্যটকের দেখা গেলো মাইথনে বনভোজন করতে।
সবুজ প্রাকৃতিক পরিবেশের সাথে মাইথন জ্বলাধারে নৌকাবিহার পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণীয়।আসানসোলের মাইথন থার্ডডাইক,সিদাবাড়ি সহ প্রতিটি পিকনিক স্পটে পর্যটকদের ভিড় দেখা গেল।


আগত মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে প্রতিটি পিকনিক স্পটে পুলিশের কড়া নজরদারি জারি করা হয়েছে। পুলিশের তরফে পিকনিক স্পটে লাগানো হয়েছে লাইট, ব্যাবস্থা করা হয়েছে সিসিটিভি ক্যামেরার।
এখানে পিকনিক করতে আসা পর্যটকদের মধ্যে প্রতিবছর নিজেদের মধ্যে কিংবা অন্য দলের সঙ্গে অপর দলের গণ্ডগোল বেঁধে অশান্তির সৃষ্টি হয় ।

পিকনিক করতে এসে যাতে পর্যটকদের কোনও অসুবিধে না হয়, সেই দিকে দেওয়া হয়েছে বিশেষ নজর। বলতে গেলে পুলিশের নজরদারিতে এবার বড়দিনে জমজমাট পর্যটকদের বনভোজন মাইথন জলাধারে।




Be First to Comment