প্রবোধ দাস, পুরুলিয়া: জেলা জুড়ে সাড়ম্বরে পালিত হল মহাবীর জয়ন্তী। জৈন ধর্মের ২৪তম তীর্থঙ্কর ভগবান মহাবীর স্বামীর ২৬২৩তম জন্মবার্ষিকী আজ, রবিবার পুরুলিয়া শ্রীদিগম্বর জৈন মন্দিরে অত্যন্ত আড়ম্বর সহকারে পালিত হল।
এ দিন ভোর সাড়ে ৫টায় প্রভাতফেরী বের করে মন্দির প্রদক্ষিণ করা হয়। সকাল ৭টায় ভগবান মহাবীর স্বামীর জলাভিষেক ও শান্তি ধারা অনুষ্ঠিত হয়, পরে মহাবীর স্বামীর পূজা ও আরতি করা হয় পূজা শেষে মন্দির থেকে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় জৈন সম্প্রদায়ের বিদ্যা দর্শন মন্ডল, ত্রিশালমন্ডল ও বিদ্যা গুরু পাঠশালার সকল শিশুরা উৎসাহের সাথে অংশ নিয়ে ভগবান মহাবীর স্বামীকে পালকিতে চড়িয়ে, ব্যান্ড বাজিয়ে এবং গান গাইতে গাইতে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রার জাঁকজমক বাড়াতে পুরুষরা সাদা পোশাক এবং মহিলারা গোলাপি পোশাক পরেন। ভগবান মহাবীর স্বামীর “বাঁচো এবং বাঁচতে দাও, “অহিংসাই পরম ধর্ম” এবং মহাবীর স্বামীর উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

এরপর মন্দিরের প্রাঙ্গণে বিদ্যা গুরু জৈন পাঠশালার শিশুদের দ্বারা বর্ণাঢ্য অনুষ্ঠান পরিবেশন করা হয় এবং শেষে ভগবান মহাবীরের কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




Be First to Comment