সালানপুর: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত আজ থেকেই অর্থাৎ শুক্রবার থেকে সালানপুর ব্লকে দুয়ারে রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের একটি করে মহাপ্রসাদ।
শুক্রবার দিন রূপনারায়ানপুর পিঠাকেয়ারী অঞ্চলের এক রেশন দোকানে গিয়ে জগন্নাথ দেবের মহাপ্রসাদের একটি করে প্যাকেট তুলেদিলেন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস। তার সঙ্গে উপস্থিত ছিলেন সালারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র এবং জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে।
এদিন সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুয়ারে রেশনের মাধ্যমে ধাপে ধাপে ব্লকের প্রতিটি বাড়িতে দিঘার জগন্নাথ মন্দিরের মহা প্রসাদ পৌঁছে দেবার প্রক্রিয়া চালু করা হল।




Be First to Comment