উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর: এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর দিন থেকে প্রতিদিন বিনামূল্যে অটো পরিষেবা দিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছেন জয়নগর থানা এলাকার সরবেড়িয়ার বাসিন্দা চিরঞ্জিত সাহা নামে এক অটো চালক।
পরীক্ষার প্রথম দিন থেকেই তিনি এই পরিষেবা দিতে শুরু চলেছেন। পেশায় তিনি একজন অটো চালক। তিনি নিজে আর্থিক সমস্যার কারণে মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি। তাই আজ যাতে কোনো পরীক্ষার্থী টাকার অভাবে বা সময়ের অভাবে পরীক্ষা দিতে যেতে অসুবিধায় না পড়ে, তাই সে এই পরিকল্পনা নিয়েছেন চিরঞ্জিত
পরীক্ষা শুরুর দিন থেকে যতদিন এই মাধ্যমিক পরীক্ষা চলবে, ততদিন বিনামূল্যে তাদের পরীক্ষা সেন্টারে পৌঁছে দেবেন বলে জানালেন চিরঞ্জিত। সকাল ৭টা থেকে দুপুর ৩টে পর্যন্ত এই পরিষেবা দিচ্ছেন তিনি। নির্দিষ্ট কোনো ছাত্র বা ছাত্রী নয়, সকল পরীক্ষার্থীদের জন্যই এই পরিষেবা দিচ্ছেন তিনি।
অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন চিরঞ্জিত। তিনি সরবেড়িয়া টিএস সনাতন বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। কিন্তু আর্থিক সমস্যার কারণে এর বেশি তিনি আর পড়াশোনা করতে পারেননি। বাড়িতে রোজগার করার মতো তিনি ছাড়া আর কেউ নেই। বাড়িতে বাবা মা, স্ত্রী ও এক ছেলে রয়েছে। আর্থিক অনটনের মধ্যেও মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই পরিষেবা তিনি দিয়ে আসছেন এবং আগামী দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও বিনা মূল্যে অটোর পরিষেবা দেবেন তিনি এমনটাই জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থীর অভিভাবক থেকে শুরু করে এলাকার শুভবুদ্ধি মানুষ এই অটো চালককে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। এই ধরনের মানুষের প্রয়োজন আছে সমাজে!
Be First to Comment