পাগলা কুকুরটি কমপক্ষে ২৫ জনকে কামড়েছে। প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: আসানসোলের মহিশীলা কলোনির ননীগোপাল গালস্ হাইস্কুল সংলগ্ন এলাকায় একটি পাগলা কুকুরের তাণ্ডবে গোটা এলাকায় চাঞ্চল্য। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।
জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে ওই পাগলা কুকুর কমপক্ষে ২৫ জনকে কামড়েছে। তাদের সবাইকে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা করানো হয়। ওই কুকুরটি গত দু’-তিন দিন ধরে এই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বলে জানান স্থানীয় কাউন্সিলার তথা আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ মানস দাস। তিনি বলেন, ওই পাগলা কুকুরটি গত দু’-তিন দিন ধরে আতঙ্ক তৈরি করে রেখেছে। কুকুরটি বাগে আনতে সব রকম চেষ্টা করা হচ্ছে। কিন্তু কিছু করা যাচ্ছে না। কী করা যায়, তা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে।
জানা গিয়েছে, এ দিন সকালের দিকে ওই কুকুরটিকে মহিশীলা কলোনির ননীগোপাল গালস্ হাইস্কুলের আশপাশের এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। দুপুরের দিকে ওই কুকুরটি এক এক করে আশপাশের লোকেদেরকে কামড়ায়। এর ফলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এ দিন যাদেরকে কুকুর কামড়েছে তাদের সবাইকে প্রতিষেধক ইনজেকশন দেওয়া হয়েছে।
Be First to Comment