Press "Enter" to skip to content

দোলের দিনেই প্রচার শুরু দিলীপের, ছক্কা মেরে মাঠের বাইরে বের করে দেওয়ার হুঙ্কার

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর: এ বার আর মেদিনীপুর নয়, বর্ধমান-দুর্গাপুরে দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। রবিবার তাঁর নাম ঘোষণার পরই, সোমবার প্রচারে নেমে পড়লেন বর্তমান বঙ্গ-রাজনীতির তুখোড় রাজনীতিবিদ। জানিয়ে দিলেন, প্রতিপক্ষ যেই হোন না কেন “ছক্কা মেরে সবাইকে মাঠের বাইরে বের করে দেব।”

এই কেন্দ্রে এ বার প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিক কীর্তি আজাদকে প্রার্থী করেছে তৃণমূল। দিলীপের নাম ঘোষণার পর তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন, “উনি (দিলীপ ঘোষ) একবারের সাংসদ, একবারের বিধায়ক। কিন্তু আমি তিনবারের সাংসদ। শূন্য রানে আউট করে বাড়ি পাঠাব।” ধারালো জবাবে দিলীপ বলেছেন, “আমার বিপরীতে কে আছে দেখি না। আমি বোলার দেখি না, বল দেখি।”

এক দিকে দিলীপকে নিয়ে স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের উচ্ছ্বাস-আগ্রহ, অন্য দিকে তাঁর ছক্কা হাঁকানো মন্তব্য দোলের আনন্দেও জায়গা করে নিয়েছে। এ দিন সকালে শক্তিগড় থেকে বর্ধমান টাউন পর্যন্ত র‍্যালি ছিল। সেখানেও দিলীপকে প্রার্থী হিসেবে পেয়ে যথারীতি লড়াইয়ের নতুন ছন্দ পেয়ে গিয়েছেন বিজেপি নেতা-কর্মীরা। স্লোগান উঠল, ‘হাউ ইজ দ্য জোশ/ দিলীপ ঘোষ…’।

অন্য দিকে, দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে বসন্ত উৎসবে যোগ দেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। সেখান থেকে দিলীপকে কটাক্ষ ছুড়ে দেন তৃণমূল প্রার্থী। জবাব দিতে কার্পণ্য করেননি দিলীপ। বলেন, ”আমি এসে গিয়েছি। এবার একের পর এক বাউন্সার মারব। জানি, আমার প্রতিদ্বন্দ্বী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি। কিন্তু এই লড়াইয়ে আমিই ছক্কা মেরে সবাইকে মাঠের বাইরে বের করে দেব। মেদিনীপুরে আমি নিজেই পিচ তৈরি করে এসেছি। বর্ধমানে অচেনা পিচ হলেও ব্যাটসম্যান আমিই।”

প্রসঙ্গত, মেদিনীপুর থেকে দিলীপকে সরিয়ে দেওয়ায় সাময়িক গুঞ্জন তৈরি হয়। তবে দিলীপ আগেই জানিয়েছিলেন, দল যা বলবে সেটা তো মানতেই হবে। কেন্দ্র বদলের পর রবিবার তাঁর মন্তব্য, “কীর্তি আজাদকে (বর্ধমান-দুর্গাপুরে তৃণমূল প্রার্থী) কে জানেন? গোটা বাংলাকে আমি চিনি। ওখানে একসময় সাইকেল নিয়ে ঘুরেছি। কোনো মান অভিমান নয়। কাল সকালেই যাচ্ছি ওখানে।” কথামতোই এ দিন নিজের নির্বাচনী কেন্দ্রে পৌঁছে গেলেন তিনি।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *