Press "Enter" to skip to content

লোকসভা নির্বাচনের প্রচার, বিডিও বনাম থানা একাদশের প্রীতি ক্রিকেট ম্যাচ জয়নগরে

নতুন ভোটার ও মহিলা ভোটারদের ভোটদানের প্রতি আগ্রহ বাড়াতে প্রচার। ছবি: প্রতিবেদক

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সামনে লোকসভা নির্বাচন। চলছে তারই প্রস্তুতি। ইতিমধ্যে নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত সব ধরনের কাজ সেরে ফেলেছে। যে কোনো সময়ে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে। আর নতুন ভোটার ও মহিলা ভোটারদের ভোটদানের প্রতি আগ্রহ বাড়াতে ইতিমধ্যে বিভিন্ন ভাবে প্রচারে নেমে পড়েছে নির্বাচন কমিশন। আর তারই অঙ্গ হিসাবে রবিবার জয়নগর-১ ব্লক প্রশাসনের উদ্যোগে জয়নগর ১ নং বিডিও একাদশ ও জয়নগর থানা একাদশের মধ্যে প্রীতিক্রিকেট ম্যাচ হয়ে গেল জয়নগর থানার দক্ষিণ বারাসত ফুটবল মাঠে।

এ দিন জয়নগর-১ ব্লকের বিডিও পূর্ণেন্দু স্যানাল বিডিও একাদশের অধিনায়ক হিসেবে মাঠে নামেন, উল্টো দিকে জয়নগর থানা একাদশের অধিনায়ক হিসেবে আইসি পার্থসারথি পাল মাঠে নামেন।

এ দিন টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় বিডিও একাদশ। তারা নির্ধারিত ১০ ওভারে সাত উইকেটে ১১৮ রান করে। আর এই রানের জবাবে মাঠে নেমে জয়নগর থানা একাদশ নির্ধারিত ১০ ওভারে ১১৭ রান করে ৮ উইকেট হারিয়ে।

এ দিন এই খেলা দেখতে মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর-১ ব্লকের জয়েন্ট বিডিও তনয় মুখোপাধ্যায়, জয়নগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, সহকারী সভাপতি সুহানা পারভিন বৈদ্য, জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর, জয়নগর-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হাজী সাইফুল্লা লস্কর, শুকুর আলী, সজলকান্তি সাহা, জয়নগর-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস, জেলা জয় হিন্দ বাহিনীর-সহ সভাপতি রাজু লস্কর-সহ একাধিক পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান‌‌-সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা এবং জয়নগর থানার বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জয়নগর-১ বিডিও পূর্ণেন্দু স্যানাল বলেন, নতুন ভোটার ও মহিলা ভোটারদের ভোটদানের প্রতি আগ্রহ বাড়াতে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বিভিন্ন ধরনের সচেতনতা মূলক প্রচার কর্মসূচি পালন করা হচ্ছে। আর তারই অঙ্গ হিসাবে এ দিন এই ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়।

জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, সামনে ভোট, সবাই ব্যস্ত হয়ে পড়বে। আর তাই বিডিও ও থানার মধ্যে কাজের মেল বন্ধন বাড়াতে ও নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে এই ধরনের খেলার প্রয়োজন আছে। আগামী দিনে জয়নগর-১ নং ও ২ বিডিও, জয়নগর ও বকুলতলা থানা, জয়নগর বিধায়ক ও জয়নগর মজিলপুর পুরসভার মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।

এ দিনের এই খেলা দেখতে মাঘের শীতের রৌদ্রে বহু দর্শক উপস্থিত ছিলেন মাঠে। এ দিন বিজয়ী ও পরাজিত দলকে ট্রফি তুলে দেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস-সহ অন্যরা।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *