নাম ঘোষণা হতেই নিজের কেন্দ্রে প্রচার শুরু করেছেন দিলীপ ঘোষ। প্রতীকী ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর : বিজেপি বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণার পর হোলির দিন বর্ধমান হয়ে দুর্গাপুরে আসেন দিলীপ ঘোষ। ঘটনায় প্রকাশ, সে সময় রানিগঞ্জের জয়দেব নামে এক বিতর্কিত কয়লা কারবারি তাঁর দলবল নিয়ে বাঁশকোপাতে দাঁড়িয়েছিলেন দিলীপবাবুকে স্বাগত জানানোর জন্য । প্রকাশ্য কয়লা কারবারির এহেন ভূমিকায় রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে ।
কয়লা কারবারিরা কি এ বার বিজেপির হয়ে ভোট ময়দানে নামতে চলেছে?
একাংশের মতে, এর আগেও বিজেপিতে নাম লিখিয়েছিলেন বিতর্কিত কয়লা মাফিয়া রাজু ঝা । সেই রাজু ঝা অবশ্য দুষ্কৃতীদের গুলিতে খুন হন । এ বার আরেক কয়লা কারবারির দেখা মিলল বিজেপি প্রার্থীর আগমন হতেই । এখন প্রশ্ন, এ বারের লোকসভা ভোটে কি বিজেপি-কে ভোট বৈতরণী পার করাতে ময়দানে নেমে পড়লেন কয়লা কারবারিরা ?
উল্লেখ্য, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রটি দুটি জেলার অন্তর্গত। পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা আসনের মধ্যে পাঁচটি রয়েছে পূর্ব বর্ধমান জেলায়। আর দুটি বিধানসভা আসন রয়েছে পশ্চিম বর্ধমান জেলায়। ২০০৯ সালে আসন পুনর্বিন্যাসের জেরে এই বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রটি গঠিত হয়। ১৬ লক্ষের মতো ভোটার রয়েছেন এই লোকসভা কেন্দ্রে। ২০০৯ সালে আসন পুনর্বিন্যাসের জেরে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রটি গঠিত হওয়ার সময় তখন সিপিএম (বামফ্রন্ট ) রাজ্যে শাসক দল । তাই অর্থাৎ শাসক দলের প্রভাবে ২০০৯ সালে এই নতুন আসনে লোকসভা নির্বাচনে জিতেছিল সিপিএম।
২০১১ সালে রাজ্য সরকারের ক্ষমতায় আসে তৃণমূল । তারপর ২০১৪ লোকসভা নির্বাচনে এই আসনটি দখল করে নেয় তৃণমূল। অন্যদিকে ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি। গোটা দেশ জুড়ে বিজেপির হাওয়া বইতে থাকে । ২০১৯ সালে এই কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। বিজেপি এই আসনে প্রার্থী করে এসএস আহলুওয়ালিয়াকে। তিনি পান ৫ লক্ষ ৯৮ হাজার ৩৭৬ ভোট। তাঁর নিকটতম তৃণমূল প্রার্থী মমতাজ সঙ্ঘমিতা পান ৫ লক্ষ ৯৫ হাজার ৯৩৭ ভোট। মাত্র ২ হাজার ৪৩৯ ভোটে জয়ী হন আহলুওয়ালিয়া। কিন্তু এ বার কী হবে ?
এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা আসন হল- বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর, বর্ধমান উত্তর, ভাতার, গলসি, দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম। এর মধ্যে দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম বিধানসভা আসন পশ্চিম বর্ধমান জেলায় অন্তর্গত। বাকি পাঁচটি বিধানসভা আসন পূর্ব বর্ধমান জেলায়। সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপির দখলে রয়েছে দুর্গাপুর পশ্চিম আসনটি। বাকি ছ’টি আসনই শাসকদল তৃণমূলের দখলে।
এই লোকসভা নির্বাচনে তৃণমূল এই আসনে প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে। বিজেপি প্রার্থী করেছে দিলীপ ঘোষকে। বিজেপি এ বার তাদের আসন ধরে রাখতে পারে কি না, সেটাই দেখার।
Be First to Comment