উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : ১ জুন শনিবার শেষ দফার নির্বাচন।বৃহস্পতিবার বিকালে ভোট প্রচার শেষ হল।আর প্রচারের শেষ লগ্নে এদিন কুলতলির কুন্দখালি, জয়নগরের রাজাপুর করাবেগ, বারুইপুর পূর্বের ঢোষা এবং ক্যানিংয়ের গোপালপুরের সংযোগস্থল মহিষমারির হাটে এসইউসিআই(সি) দলের জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী নিরঞ্জন নস্কর এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্পনা নস্কর দত্তের সমর্থনে এক বিশাল সভা অনুষ্ঠিত হয়ে গেল।
যাতে বক্তব্য রাখেন কুলতলির প্রাক্তন বিধায়ক জয়কৃষ্ণ হালদার, দলের বারুইপুর সাংগঠনিক জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য গোপাল সাহু এবং দুই কেন্দ্রের প্রার্থী কল্পনা নস্কর দত্ত ও নিরঞ্জন নস্কর।
এ দিন জয়কৃষ্ণ হালদার বলেন, সুন্দরবন সংলগ্ন পিছিয়ে পড়া এই অঞ্চল গুলির প্রকৃত উন্নয়নের জন্য কেন্দ্র বা রাজ্য সরকার কোনো কাজই করেনি। সুন্দরবন ভিত্তিক শিল্প কারখানা গড়ে তুললেই একমাত্র এই অঞ্চলগুলির মানুষের অবস্থার পরিবর্তন হতে পারে।

তিনি বলেন, এসইউসিআই(সি) দলের প্রার্থীরা জয়যুক্ত হলে এই দাবি সংসদে তুলে ধরবেন এবং তার জন্য আন্দোলন গড়ে তুলবেন। এ দিনের সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন।



Be First to Comment