উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সুন্দরবন অধ্যুষিত জয়নগর লোকসভা কেন্দ্রের ভোট মিটেছে শনিবার। সপ্তম দফা নির্বাচনে পশ্চিমবঙ্গের নটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। তার মধ্যে ছিল দক্ষিণ ২৪ পরগনার চারটি লোকসভা কেন্দ্র। আর এর মধ্যেই পড়ে জয়নগর লোকসভা কেন্দ্র।
এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা হল ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, গোসাবা, বাসন্তী, মগরাহাট পূর্ব, জয়নগর ও কুলতলি। এই জয়নগর লোকসভা কেন্দ্রে সুন্দরবনের বেশিরভাগটাই পড়ে।
দীর্ঘ সময় ধরে এই কেন্দ্রটি বামেদের লাল দুর্গ বলে পরিচিত ছিল। ২০০৯ সালে তৃণমূল ও এসইউসিআই জোটের প্রার্থী এসইউসিআই-এর ডা. তরুণ মণ্ডল দীর্ঘ দিন বামেদের হাত থাকা এই কেন্দ্রটি দখল নেন। তারপর থেকে গত দশ বছর এই কেন্দ্র থেকে জয়ী হয়ে আসছেন তৃণমুল কংগ্রেসের প্রতিমা মণ্ডল। এবারও তিনি এই কেন্দ্রের প্রার্থী।

আর গতবারের মতন এবারেও এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন জয়নগরের বিখ্যাত চিকিৎসক ডা। অশোক কান্ডারী। তবে এবারের জয়নগর লোকসভা কেন্দ্রে ১১ জন প্রার্থী লড়াই করছেন।
এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৮৪০৮৭৬, তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৯৩৯৫১৭, মহিলা ভোটার রয়েছে ৯০১২৫৯এবং তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছে ১০০, এই কেন্দ্রে মোট বুথ ১৮৭৯টি।
এই কেন্দ্রের ভোট গণনা হবে ক্যানিং বঙ্কিম সরদার কলেজে। এই কেন্দ্রে এবারে মূলত তৃণমুল ও বিজেপির মধ্যে দ্বিমুখী লড়াইয়ের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই দ্বিমুখী লড়াই নিয়েই চলছে সুন্দরবনের লোকসভার নির্বাচন যদিও শেষ হাসি কে হাসবে তার জন্য ৪ তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে।



Be First to Comment