Press "Enter" to skip to content

প্রার্থী কে হয়েছে, সেটা বড় ব্যাপার নয়’, কর্মীসভায় বললেন পুরুলিয়ায় তৃণমূল প্রার্থী

প্রবোধ দাস: পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো আজ, শনিবার আগত লোকসভা নির্বাচনের প্রস্তুতি কর্মীসভায় অংশ নিলেন।

তিনি বলেন, “যদি আমাদের মধ্যে কোনো বিভাজন থেকে থাকে, বা কোনো মতবিরোধ থাকে , দয়া করে সেটা কিন্তু এই নির্বাচনের সময় রাখবেন না। কারণ আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগ্রেড সভা থেকে ৪২ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে আমার নাম ঘোষণা করেছেন, তাই আমি আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি যে প্রার্থী কে হয়েছে, সেটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হল তৃণমূল কংগ্রেসের হয়ে যাকে প্রার্থী করা হয়েছে তাকে জিতানো। আর এর কারণ হল প্রার্থীকে জেতানো মানেই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করা।”

তিনি আরও বলেন, “আপনারা জানেন কেন্দ্র সরকার রাজ্য সরকারকে প্রতি মুহূর্তে বঞ্চনা করেই চলেছে। কিন্তু আমরা এই বঞ্চনার প্রতিবাদ করে লড়াই করে জয়ী হচ্ছি প্রতি মুহূর্তে। এবং জয়ী হব এটাই আমাদের লক্ষ্য। বাংলার যেসব জনকল্যাণমূলক প্রকল্পগুলি আমাদের নেত্রী নিয়েছেন সেইগুলি আজ বিশ্বের দরবারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। আমাদের পথ অনুসরণ করে সারা বিশ্ব এগুচ্ছে কিন্তু আমরা সেই জায়গায় আমাদের অধিকার আদায় করে ছাড়বো লক্ষ্য। তাই এই কর্মী সভা থেকে সকলকেই হাতে হাত মিলিয়ে একসাথে প্রার্থীকে জিতিয়ে নিয়ে আসতে হবে এটাই আমাদের আজ শপথ নেওয়ার দিন।”

পুরুলিয়া শহরের চার্চের ময়দানে এই কর্মীসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো, সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া পৌর প্রধান নভেন্দু মাহালী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুনিতা সিংহ মল্ল, পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথড়িয়া, ক্ষেতমজুর সংগঠনের জেলা সভাপতি প্রসেনজিৎ মাহাতো, মাইনরিটি সেলের জেলা সভাপতি সাদ্দাম আনসারী, শ্রমিক সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার,কো মেন্টর জয় বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের কর্মী- সমর্থকেরা।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *