Press "Enter" to skip to content

দিলীপ ঘোষের ‘চায়ে পে চর্চা’র আগের রাতেই তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘর্ষ দুর্গাপুরে

অনলাইন কোল ফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর: আগামীকাল মঙ্গলবার দিলীপ ঘোষের কর্মসূচি আছে, তার আগেই বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল দুর্গাপুরে । বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই এবং তৃণমূলের ব্লক সভাপতি রাজীব ঘোষের উপস্থিতিতেই তৃণমূলের সঙ্গে বিজেপি কর্মীদের ব্যাপক হাতাহাতি শুরু হয় বলে জানা যায় ।

এনিয়ে সোমবার রাতেই ব্যাপক উত্তেজনা দুর্গাপুর থানার অন্তগত আশীষ মার্কেটে। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে দুর্গাপুর থানার পুলিশ। বিজেপি কর্মীদের অভিযোগ, মঙ্গলবার সকালে ওই আশীষ মার্কেটে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের প্রাত:ভ্রমন এবং চায়ে পে চর্চা কর্মসূচি আছে । তারজন্য বিজেপির কর্মী-সমর্থকরা দলীয় পতাকা লাগানোর কাজ করছিলেন।

সেইসময় দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজিব ঘোষের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের ওপর হামলা চালায়। বেশ কয়েকজন বিজেপি কর্মীর জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়। মহিলা কর্মীদের ওপরও হামলা চালানো হয় বলেও অভিযোগ। বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই ঘটনাস্থলে পৌঁছানোর পরেও তৃণমূলের ব্লক সভাপতি রাজীব ঘোষের নেতৃত্বেই তাদের ওপর হামলা চালানো হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ ।

অভিযোগ অস্বীকার করে রাজীব ঘোষের বক্তব্য, সন্ধ্যা থেকে বিজেপির কর্মী-সমর্থকরা এলাকার দোকানদারদের অনুমতি ছাড়াই পোস্টার এবং বিজেপির দলীয় পতাকা বাঁধছিল। দোকানদাররা সেই বিষয়টি তাঁকে জানান। তিনি যখন পৌঁছান এলাকায় তখন দেখেন বিজেপির মহিলা কর্মীরা এলাকায় ঝামেলা তৈরি করার চেষ্টা করছিল।তার প্রতিবাদে তৃণমূলের একজন কর্মী প্রতিবাদ করায় তাঁকে মারধর করেন বিজেপির কর্মীরা । বিজেপি কর্মীদের সংযত থাকার কথা জানিয়ে তাঁরা থানায় যান।তিনি বলেন, “কে চা খেতে আসবে তাতে আমাদের কি ? আমরা প্রতিদিন এখানে চা খাই ।”

বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের দাবি, “তৃণমূল নেতা রাজীবের মদতেই বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে, তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নাহলে রাস্তা অবরোধ করে আন্দোলন চালানো হবে “।এদিকে পুলিশ হিমশিম খাচ্ছে এই দ্বন্দ্ব মেটাতে ।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *