উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, রায়দিঘি : মথুরাপুর লোকসভা আসনে ভোট হবে আগামী ১ জুন।আর তার আগে বৃহস্পতিবার সকালে রায়দিঘি থানার বকুলতলা শখের হাটে রুটমার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
সাধারণ ভোটারদের মনোবল বাড়াতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঠেকাতে কাজ করছেন এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই দিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে দেখা গেল রায়দিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবর্ষি সিনহা, এসআই প্রশান্ত দাস-সহ রায়দিঘি থানার পুলিশ আধিকারিকরা।
রায়দিঘিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জানান, এর আগেও পশ্চিমবঙ্গের ভোটে তাদের বহাল করা হয়েছিল, বাংলা ভাষা না জানলেও তাঁরা বুঝতে পারেন। তাই, কাজ করতে ভাষা তাঁদের কাছে বাধা হবে না।
রায়দিঘির বকুলতলায় এদিন রুটমার্চে থাকা এক বিএসএফের জওয়ান বলেন, “ভোটের সময় সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের মূল কাজ। তাছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা নির্দেশ দেবেন সেটা আমরা পালন করব।”
Be First to Comment