অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল : চতুর্থ দফায় আগামী ১৩ মে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে। এই নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে । এই নির্বাচনকে সামনে রেখে আসানসোলে জেলাশাসক অফিসে একটি ২৪ ঘন্টা সেল চালু করা হয়েছে।
শনিবার বিকেলে জেলাশাসকের কার্যালয়ে জেলা নির্বাচন অফিসার তথা জেলাশাসক এস পোন্নাবলাম সাংবাদিক সম্মেলনে বলেন, আসানসোল লোকসভা কেন্দ্রে চতুর্থ দফায় ভোট ১৩ মে হবে। তার জন্য আগামী ১৮ এপ্রিল নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করা হবে। সেদিন থেকেই ভোটে লড়াই করা প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিতে পারবেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ২৫ এপ্রিল। জমা পড়া মনোনয়ন পত্রগুলি স্ক্রটিনি বা পরীক্ষা করা হবে ২৬ এপ্রিল। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল। ১৩ মে ভোটগ্রহণ ও ৪ জুন গণনা হবে।
তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে পুরো প্রক্রিয়া সম্পর্কে তথ্য দেওয়া হবে। এদিন বিকেল থেকে মডেল কোড অফ কনডাক্ট বা আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। তা কঠোরভাবে অনুসরণ করা হবে। কমিশনের নির্দেশ অনুযায়ী তা ভঙ্গ করা হলে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি জায়গা থেকে বিজ্ঞাপন সরানোর কাজ শুরু হয়েছে। অনুমতি ছাড়া ব্যক্তিগত জায়গায় বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ পেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
পশ্চিম বর্ধমান জেলায় মোট ৯ টি বিধানসভা আছে। তারমধ্যে ৭ টি বিধান সভা ( আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, বারাবনি, রানিগঞ্জ, জামুড়িয়া ও পান্ডবেশ্বর) আসানসোল লোকসভা কেন্দ্রের মধ্যে। বাকি দুটি ( দূর্গাপুর পূর্ব ও দূর্গাপুর পশ্চিম) বর্ধমান – দূর্গাপুর কেন্দ্রের মধ্যে রয়েছে। ১৩ মে এই কেন্দ্রেও ভোট নেওয়া হবে। পশ্চিম বর্ধমান জেলার ৯ টি বিধানসভায় মোট বুথ বা পোলিং স্টেশনের সংখ্যা ২৪৯৮ টি। তার মধ্যে শহরে ১৫৫৫ টি ও গ্রামে ৯৪৩ টি বুথ আছে। সবচেয়ে বেশি ৩০৭ টি বুথ আসানসোল উত্তর বিধান সভায়। সবচেয়ে কম ২৩৯ টি বুথ পান্ডবেশ্বরে। প্রতি বুথে গড়ে ভোটারের সংখ্যা ৯২৩ জন। জেলায় কোন মডেল বুথ নেই। মহিলা ভোটকর্মী দ্বারা গোটা ভোট প্রক্রিয়া হবে এমন বুথের সংখ্যা ২৪ টি।
পশ্চিম বর্ধমান জেলার ৯ টি বিধানসভায় মোট ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৩ হাজার ৪২৫ জন। তারমধ্যে পুরুষ ভোটার ১১ লক্ষ ৭৩ হাজার ৫৮৩ জন। মহিলা ভোটার ১১ লক্ষ ২৯ হাজার ৮০২ জন। জেলায় থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের ভোটার ৪০ জন। জেলাশাসক বলেন, ইতিমধ্যে পশ্চিম বর্ধমান জেলায় ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। এখনো পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলার ৯ টি বিধান সভায় ২০০ টির মতো বুথ অতি উত্তেজনাপ্রবণ বা ভার্নারেবল পোলিং স্টেশন। এই বুথের সংখ্যা আগামী দিনে বাড়তে পারে বলে জেলাশাসক এস পোন্নাবলম ইঙ্গিত দিয়েছেন।
Be First to Comment