অনলাইন কোলফিল্ড সংবাদদাতা, আসানসোল :
দু’বছর আগে ২০২২ সালে আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে শত্রুঘ্ন সিন্হা জিতেছিলেন তিন লক্ষেরও বেশি ভোটে।
তিনি হারিয়েছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে । বলতে গেলে জন্মলগ্ন থেকে ২০২২ সালেই প্রথম তৃণমূল কংগ্রেস আসানসোল লোকসভা কেন্দ্রে জয়ের মুখ দেখে। সেই দিক থেকে বলতে গেলে, এবারের লোকসভা নির্বাচন রাজ্যের শাসক দলের কাছে “প্রেস্টিজ ফাইট বা এ্যাসিড টেস্ট”।
এবারের লোকসভা নির্বাচনে কোনরকম ঝুঁকি না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শত্রুঘ্ন সিনহাকেই আসানসোলের প্রার্থী করেছেন।
আবারও “বিহারীবাবু”কে জয়ের মুখ দেখাতে রাজ্য নেতৃত্বর নির্দেশে আসানসোলে লোকসভা ভোটের জন্য নির্বাচনী কোর কমিটি গড়ল তৃণমূল কংগ্রেস ।
মোট ১৯ জনকে নিয়ে এই কোর কমিটি তৈরি করা হয়েছে। শনিবার বিকেলে পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর সই করা এই কোর কমিটি প্রকাশ করা হয়েছে।
শত্রুঘ্ন সিন্হাকে জেতাতে নির্বাচনী কোর কমিটিতে প্রত্যাশিতভাবেই রয়েছেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী তথা আসানসোল উত্তর বিধান সভার বিধায়ক মলয় ঘটক।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে হওয়া এই কোর কমিটিতে মলয় ঘটক ছাড়াও রয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দূর্গাপুরের বিধায়ক প্রদীপ মজুমদার, জেলা তৃণমূলের সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন তরফে দাসু, আসানসোল পুরনিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান তথা বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি তথা আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ জেলার সব শাখা সংগঠনের সভাপতি ও সভানেত্রীরা।
প্রসঙ্গতঃ, দু’বারের আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে, সাংসদ পদ-এ ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। যে কারণেই আসানসোল কেন্দ্রে উপনির্বাচন হয়। সবাইকে চমকে দিয়ে সেই উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলে দলের প্রার্থী করেন বর্ষীয়ান অভিনেতা বিজেপি সরকারের প্রাক্তন মন্ত্রী শত্রুঘ্ন সিনহাকে।
উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহার নির্বাচনী এজেন্ট ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। এবারের লোকসভা নির্বাচনে অমরনাথ চট্টোপাধ্যায় আবারও শত্রুঘ্ন সিনহার নির্বাচনী এজেন্ট হতে চলেছেন বলে তৃনমুল কংগ্রেস সূত্রে জানা। শেষ মুহূর্তে রাজ্য নেতৃত্ব নতুন কাউকে যদি নির্বাচনী এজেন্ট করার নির্দেশ না দেয় তাহলে অমরনাথ বাবুই এজেন্ট থাকছেন ।
উল্লেখ্য, ২০২১ সালের বিধান সভা নির্বাচনে আসানসোল লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে পাঁচটিতে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। একমাত্র কুলটি ও আসানসোল দক্ষিণ বিধান সভায় জেতে বিজেপি।
এবারের লোকসভা নির্বাচনের কোর কমিটিতে জায়গা হয়েছে সেই পাঁচ তৃণমূল কংগ্রেসের বিধায়কেরও ।
Be First to Comment