আসানসোল: আসানসোলে এখনও বিজেপি প্রার্থী ঘোষণা করেনি । কিন্তু আসানসোলে বিজেপির একশ্রেণী নেতা কর্মীদের দৃঢ় বিশ্বাস জিতেন্দ্র তেওয়ারি’কে প্রার্থী করবে বিজেপি।
এখনও পর্যন্ত প্রার্থী না হয়েও জিতেন্দ্রবাবু এখন একজন প্রার্থীর মতো করেই সারাদিন বিভিন্ন দলীয় কর্মসূচি করছেন, মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন। বৃহস্পতিবার সালানপুর ব্লকের মুক্তাইচন্ডী ও রূপনারায়ানপুর কালী মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি।
তিনি প্রথমে রূপনারায়ানপুর কালী মন্দিরে এসে কালী মায়ের পূজো দেন। তারপর সেখান থেকে মুক্তাইচন্ডী পাহাড়ে গিয়ে পূজা অর্চনা করেন। তিনি জানান, আমরা সনাতনী ধর্মের মানুষ, তাই সমস্ত মন্দিরে গিয়ে পূজা করছি।
বিজেপির প্রার্থীর নাম ঘোষণা নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, আমাদের দলের প্রার্থী ঘোষণা না হলেও এখানে দলের সবাই ময়দানে রয়েছে। আসানসোলের মানুষের জন্য কাজ করে চলেছেন এবং ভোটের ময়দানে ভোটারদের কাছে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করছেন ।
Be First to Comment