অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, বার্নপুর : আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে আসানসোল সাউথ টাউন টিএমওয়াইসি-র পক্ষ থেকে রবিবার রাতে বার্নপুরের ওয়াগন কলোনির হনুমান মন্দিরে এক “কর্মীসভার” আয়োজন করা হয়েছিল।
সেই কর্মীসভায় প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, রাজ্য তৃণমুল কংগ্রেসের সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু, রানিগঞ্জের বিধায়ক তথা আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ-এর চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়, আসানসোল সাউথ টাউন টিএমওয়াইসির সভাপতি অভীক গোস্বামী-সহ অন্যরা।
এই কর্মীসভা থেকে মন্ত্রী মলয় ঘটক-সহ অন্যরা দলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা’কে আরও বেশি মার্জিনে জেতানোর জন্য প্রচারে জোর দেওয়ার আহ্বান জানান।





Be First to Comment