কুলটি : আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুটমার্চ করেন।
এই রুটমার্চে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে চৌরঙ্গী ফাঁড়ির পুলিশও۔ ছিল।
বুধবার সকালে চৌরঙ্গি ফাঁড়ির সবনপুর, লছমনপুর, দামাগড়িয়া, দেবীপুর-সহ বিভিন্ন এলাকায় এই রুটমার্চ করা হয়। একইসাথে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেন। তাঁরা যাতে নির্ভয়ে বুথে গিয়ে ভোট দিতে পারেন, সেই ব্যাপারে তাঁদেরকে আশ্বস্ত করা হয় কেদ্রীয় বাহিনীর পক্ষ থেকে ।
মূলত আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই এই রুটমার্চ বলে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গেছে।





Be First to Comment