উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বৃহস্পতিবার বিকালে ভোটের প্রচার শেষ হয়ে গেছে। আর তার আগে এদিন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অশোক পুরকাইত ভোটে সন্ত্রাসের অভিযোগ আনেন।
বিজেপি প্রার্থী এদিন বলেন, “গত পঞ্চায়েত বা গত বিধানসভায় তৃণমূল সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি।ভোট লুট করেছে। আর এবার ও সেই কাজ করবে। যার জন্য ভোটারদের ভয় দেখাচ্ছে।আমাদের কেন্দ্রীয় বাহিনীর ওপর আস্থা আছে। তবুও আমরা প্রধানমন্ত্রীকে এই ঘটনার কথা জানিয়েছি।”
বিজেপি প্রার্থীর আরও অভিযোগ, “পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বলে প্রশাসনের পুলিশকে সঙ্গে নিয়ে সুন্দরবনের গ্রামের মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে শাসক দল। আর সাধারণ মানুষ এই সব গুন্ডামি উপেক্ষা করে বুথে গিয়ে নিজের ভোটটা দিতে পারলে ওদের ভরাডুবি হবেই।”

এ দিকে বিজেপি প্রার্থীর এমন অভিযোগে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তাদের দাবি, মানুষ জানে কী করতে হবে। হেরে যাবে জেনেই ভোটের আগে সন্ত্রাসের ভুয়ো অভিযোগ তুলছে বিজেপি।



Be First to Comment