অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর: নির্বাচন বড় বালাই। কখন যে কী করতে হবে বোঝা দায়। পরিবর্তিত পরিস্থিতির ঠেলা এমনই!
মঙ্গলবার বিকালে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ডিএসপি টাউনশিপে নির্বাচনী প্রচার করেন। এই টাউনশিপের হস্টেল অ্যাভিনিউ এলাকায় প্রচারের সময় তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ তার অসুস্থ স্ত্রীকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে আসেন সবার মাঝে। বাচ্চা ছেলে মেয়েদের হাতে চকলেট তুলে দেন।
তিনি সবাইকে বলেন, এই এলাকা তাঁর খুব ভালো লেগে গেছে, তাই তিনি দুর্গাপুরের স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন। মঙ্গলবার দাবদাহ গরম উপেক্ষা করে সকাল থেকে দুর্গাপুরে প্রচারে রাস্তায় নামেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।

এ দিন তিনি কমলপুর, পারুলিয়া-সহ ডিএসপি টাউনশিপের বিভিন্ন জায়গায় জনসংযোগ, রোড শো, আদিবাসীদের সঙ্গে নৃত্য থেকে শুরু করে মন্দিরে পুজো দেন প্রাক্তন ক্রিকেটার।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রচারে গিয়ে পায়ে চোট পান তিনি। তার পর পায়ে প্লাস্টার নিয়ে হুইল চেয়ারে বসেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার চালান তৃণমূল সুপ্রিমো।
একুশের নির্বাচনে সেই টালমাটাল পরিস্থিতিতে মমতার ‘হুইলচেয়ার প্রচার’ ভোটারদের সহমর্মিতা জয় করেছিল বলে দাবি একাংশের রাজনৈতিক বিশ্লেষকদের। এ বার কীর্তির এই প্রচার কৌশল কতটা কাজে দেয়, সেটাই দেখার!




Be First to Comment