অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর : প্রার্থীর সামনেই তৃণমূলের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। কার্যত পালিয়ে মন্দিরে আশ্রয় নিলেন প্রার্থী। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে । জানা গেছে, আজ রবিবারে প্রচারে বেরিয়ে ছিলেন তৃণমূলের লোকসভা প্রার্থী কীর্তি আজাদ।
প্রচার চলাকালীন দুর্গাপুরে আমরাই-এর উত্তরণ এলাকায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদের মিছিল চলাকালীন আচমকা এমন ঘটনা ঘটায় প্রার্থী ভয়ে পেয়ে যান । তিনি ছুটে গিয়ে সামনে একটা মন্দিরে আশ্রয় নেন । শঙ্করানন্দ আনন্দ আশ্রমের মন্দির আশ্রয় নেন তৃণমূল প্রার্থী।
ঘটনায় জানা গেছে, মিছিল চলাকালীন তৃণমূল শ্রমিক সংগঠনের দুই নেতা শেখ আমিনুর রহমান ও শেখ শাহাবুদ্দিনের গোষ্ঠীর মধ্যে প্রথমে তর্কবিতর্ক শুরু হয় । কিছুক্ষন পরেই দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এমন গন্ডগোলের ফলে মিছিল মাঝ পথে থেমে যায়। আচমকা এমন ঘটনায় প্রচণ্ড ভয় পেয়ে একপ্রকার ছুটে গিয়ে মন্দিরের ভিতরে আশ্রয় নেন কীর্তি আজাদ। বন্ধ করে দেওয়া হয় মন্দিরের মূল ফটক ।

ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পরিস্থিতি সামাল দেয়।এরপর সবকিছু স্বাভাবিক হলে প্রার্থী মন্দির থেকে বেরিয়ে আসেন এবং পুনরায় শুরু হয় নির্বাচনী প্রচার।
এই সম্পর্কে এক তৃণমূল নেতার বক্তব্য, ওটা এমন কিছু ঘটনা নয়, নিজেদের মধ্যে সামান্য বচসা হয়, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয় ।




Be First to Comment