কেন্দ্রীয় বাহিনীর টহল। নিজস্ব ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: লোকসভা নির্বাচনের নির্ঘন্ট এখনো ঘোষণা করা না হলেও, রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর আসা শুরু হয়ে গেছে। মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনীর তিন কোম্পানি এল এডিপিসি বা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায়।
মূলত, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতেই দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর আসা বলে জানানো হয়েছে। এ দিন কুলটি থানার এলাকায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায়। কুলটি থানার শিয়ালডাঙা, খিলান ধাওড়া, লালবাজার-সহ বিভিন্ন এলাকায় রুটমার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ( কুলটি) ও কুলটি থানার ইন্সপেক্টর ইনচার্জ -সহ পুলিশ অফিসাররা।
কেন্দ্রীয় বাহিনী টহল দেওয়ায় পাশাপাশি স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলে। কেন্দ্রীয় বাহিনী নির্বাচন প্রক্রিয়া ভালোভাবে হবে ও তারা যেন তাদের ভোটাধিকার নিজেদের মতো করে প্রয়োগ করতে পারেন, সেই ব্যাপারে সাধারণ মানুষদেরকে আশ্বস্ত করে। ভোটের অনেক আগেই কেন্দ্রীয় বাহিনী আসায় স্থানীয় বাসিন্দারা খুশি।
কুলটির পাশাপাশি আসানসোল, সালানপুর, রানিগঞ্জ, জামুড়িয়া, পান্ডবেশ্বর এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করবে। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে প্রয়োজন মতো আরও কেন্দ্রীয় বাহিনী আসবে আসানসোলে।
Be First to Comment