অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, জলপাইগুড়ি: বিচারপ্রার্থীরা যেন মাতৃভাষায় নিজেদের বক্তব্য খুলে বলতে পারে আদালতে। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।
এর পাশাপাশি, সিনিয়র আইনজীবিদের তত্ত্বাবধানে জুনিয়ারেরাও যেন নিজেদের এগিয়ে যেতে পারে তার পরামর্শও দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্থা।
শুক্রবার শহরের স্টেশন রোড সংলগ্ন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সাড়ম্বরে পালিত হল। হাজির ছিলেন বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়, বিচারপতি কৌশিক চন্দ ও বিচারপতি অজয় কুমার গুপ্ত।

এ দিন জাতীয় পতাকা উত্তোলন করে বিচারপতি মান্থা বলেন, “বিগত কয়েক বছর ধরেই দেখছি, এখানকার ‘বার’ প্রভূত উন্নতি করেছে। অভিজ্ঞ ও বর্ষীয়ান আইনজীবিদের তত্ত্বাবধানে জুনিয়ার আইনজীবিরাও এগিয়ে যাক।”
জুনিয়ার আইনজীবীদের মান্থার পরামর্শ, নিজেদের ‘কোয়ালিটি’ বাড়ানোর দিকে ‘ফোকাস’ করুন। যশ, অর্থ আপনাদের পেছনে ছুটবে। আইনের ধারা বিচারপ্রার্থীরা বুঝবেন না। মাতৃভাষায় সবাই স্বচ্ছন্দ। বিচারপ্রার্থীরা যাতে প্রয়োজনে মাতৃভাষায় তাদের কথা বলতে পারেন তা নিশ্চিত করার পরামর্শও দেন বিচারপতি মান্থা।
এ দিন সার্কিট বেঞ্চে নৃত্য পরিবেশন করে সবাই কে তাক লাগিয়ে দেয় শিশু শিল্পী রেতিনা কুন্ডু। শিশু শিল্পী -সহ অন্য শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন বিচারপতিরা।




Be First to Comment