কুলটি : পশ্চিম বর্ধমান জেলা লিগ্যাল মেট্রোলজি দপ্তরের তরফে বৃহস্পতিবার সকাল থেকে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর বাজারে অভিযান চালানো হয়।
এদিনের অভিযানে বাজারের একাধিক দোকানে যান দপ্তরের আধিকারিক ও কর্মীরা। তারা দোকানের দাঁড়িপাল্লা বা ওজনের মেশিন পরীক্ষা করেন এবং খতিয়ে দেখেন।
তার মধ্যে কয়েকটি দোকানে ওজনের মেশিনে গরমিল কারচুপি পাওয়া যায়। যে কারণে ওই সব মেশিন বাজেয়াপ্ত করার পাশাপাশি জরিমানা করা হয় বলে দপ্তর সূত্রে জানা গেছে।





Be First to Comment