অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: অল ইন্ডিয়া উইমেন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শনিবার আসানসোল আদালতের কাছে একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল।
এই শিবিরে আসানসোল এবং দুর্গাপুর আদালতের আইনজীবী এবং অ্যামিটি ইন্টারন্যাশনালের অধ্যাপকরা নির্যাতিতা মহিলাদের আইন সম্পর্কে অবহিত করেন।
এই প্রসঙ্গে আইনজীবী স্বপ্নিল মুখোপাধ্যায় বলেন, এ দিন মহিলাদেরকে আইনের বিষয়ে অবহিত করা হয়েছে। এঁরা সেই মহিলা যারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের কেউ কেউ নেশাগ্রস্ত স্বামীর হাতে নির্যাতিত হয়েছেন। কেউ আবার এলাকার লোকজনের হাতে নির্যাতিত হয়েছেন। কিছু মামলা লোক আদালতে আদালতের বাইরে নিষ্পত্তি হয়। তবে কিছু মামলা রয়েছে যা আদালতের মধ্যেই নিষ্পত্তি করা যায়।
তিনি বলেন, উদাহরণ হিসাবে ধরা যাক, কোনো থানায় এফআইআর দায়ের করা হয়নি। এমনকি মহিলা থানায়ও অভিযোগ দায়েরও হয়নি। এমন মহিলাদের জন্য এ দিনের এই শিবিরের আয়োজন করা হয়েছে।
Be First to Comment