Press "Enter" to skip to content

সুজন চক্রবর্তীর উপস্থিতিতে জয়নগরের দলুয়াখাকিতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সেলাই মেশিন তুলে দিল বামেরা

দলুয়াখাকিতে সুজন চক্রবর্তী। ছবি: প্রতিবেদক

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: ফের জয়নগরের দলুয়াখাকিতে বাম নেতৃত্ব। এলাকার মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে তাদের হাতে তুলে দেওয়া হল সেলাই মেশিন।

১৩ নভেম্বর তৃনমুল নেতা সাইফুদ্দিন লস্করের খুনের পর এই গ্রামে হামলার ঘটনা ঘটে। বাম কর্মী-সমর্থকদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনার পর এলাকার আক্রান্ত মানুষের সাহায্যে এগিয়ে আসেন বামেরা। তাদের হাতে তুলে দেওয়া হয় খাবার, রান্নার সরঞ্জাম ও বাসস্থানের মেরামতির জন্য বাঁশ, ত্রিপল।

কোনোরকমে থাকা ও খাওয়ার সংস্থান হলেও রুজি-রোজগারে সমস্যার মধ্যে পড়েন ক্ষতিগ্রস্তরা। এই বিষয়টি বিবেচনা করে বুধবার এলাকার বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হল সেলাই মেশিন। মোট ১৬টি মেশিন বিভিন্ন পরিবারের হাতে তুলে দেওয়া হয় এ দিন। উপস্থিত ছিলেন বামমেতা সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী -সহ একাধিক জেলা নেতৃত্ব।

এ দিন সুজন চক্রবর্তী জানান, তাঁরা সাধ্যমতো এলাকার বাসিন্দাদের পাশে আছেন। কম্বল, জামাকাপড়, বাসনপত্র নিয়ে দলুয়াখাকি গ্রামে এসেছিলেন সরকারি আধিকারিকরা। কিন্তু তা যথেষ্ট নয় বলে দাবি বাম নেতৃত্বের।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *