অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এ বারের সিপিএম প্রার্থী ড. সুকৃতি ঘোষাল । প্রার্থীর নাম ঘোষণার পর আজ, গুড ফ্রাইডে দিনটি বেছে নিয়ে তিনি দুর্গাপুরে প্রচার শুরু করলেন। বিশিষ্ট শিক্ষাবিদ হিসাবে পরিচিত সিপিএম প্রার্থী ড. সুকৃতি ঘোষাল।
বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আর তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে টেক্কা দিতে হাতে লাল পতাকা নিয়ে পথে নামলেন সিপিআইএম প্রার্থী ড. সুকৃতি ঘোষাল। বর্ধমান মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ, দীর্ঘদিন ধরে বাম আন্দোলনের সঙ্গে জড়িত তিনি ।
শুক্রবার সিটি সেন্টারের কবিগুরু এলাকায় পদযাত্রার মাধ্যমে শুরু করলেন নির্বাচনী প্রচার। সবজি বাজারে ঢুকে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারেন তিনি। সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক সন্তোষ দেবরায়, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার।
সিপিআইএম প্রার্থী বলেন, “আমি পার্টির একজন কর্মী, পার্টি আমাকে যোগ্য মনে করেছে তাই আমাকে দাঁড় করিয়েছে । আমি ব্যক্তিগত আক্রমণে বিশ্বাস করি না। কে ছক্কা হাঁকাবে, কি খেলা হবে সেইসব বিশ্বাস করি না । আমরা মনে করি ভোটে জিততে হবে । সেই ক্ষমতা মানুষের উন্নয়নের কাজে লাগাতে হবে । আমরা মানুষের অধিকারের দাবিতে লড়াইয়ে নেমেছি। দুর্নীতিবাজদের দূর করে মানুষের উন্নয়ন করতে হবে। মানুষের অধিকার, হকের দাবি নিয়ে আমাদের লড়াই চলবে।”
তিনি বলেন, “রাজনীতিতে পরিচিত মুখ বলে কিছু হয় না। সেই পরিচিত মুখ কোন দলের হয়ে প্রতিনিধিত্ব করছে হয়তো সেটাকে মানুষ বড় করে দেখেন। গত কয়েক বছর ধরে আমাদের যুব সম্প্রদায় আবার লাল পতাকা হাতে নিয়ে পথে নেমেছে। কলকাতায় ইনসাফ যাত্রায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি বুঝিয়ে দিয়েছে মানুষ কী চাইছেন। তাই আমরা মানুষের উপর বিশ্বাস রেখেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছি।”
তিনি দাবি করেন, এ বারের লোকসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপিকে মানুষ ছুড়ে ফেলে দেবে । শেষ হাসি হাসবেন তাঁরাই।
Be First to Comment