Press "Enter" to skip to content

জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করতে দুর্গাপুরে আসছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

অমল মাজি: দুর্গাপুরের এসবি মোড় সংলগ্ন সঞ্জীব সরণিতে “স্বপ্ন উড়ান” স্বেচ্ছাসেবী সংস্থার জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করতে ৮ নভেম্বর আসছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী-সহ আরও ১০ জন বিধায়ক । শুভেন্দুবাবুর আগমনে দুর্গাপুরে তাঁর অনুগামীদের মধ্যে উৎসাহ আশাতীত ।

সংন্থার কর্ণধার পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, “প্রধান অতিথি۔হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় শুভেন্দু অধিকারী (বিরোধী দলনেতা), বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি থাকবেন ভারত সেবাশ্রম, গৌড়ীয় মঠ, রামকৃষ্ণ মিশনের মহারাজ এবং ইস্কনের প্রভুবৃন্দ”।

তিনি আরও জানান, ৯ নভেম্বর (সন্ধ্যা ৬.৩০ ঘটিকায়) বাংলা ও হিন্দি মাধ্যমের ৫০০ (পাঁচশত) ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে । ওইদিন ১,৫০০ দরিদ্র মানুষকে বস্ত্র বিতরণ করা হবে এবং কৃতি ছাত্র- ছাত্রীদের সংবর্ধনা জানানো হবে । ১০ নভেম্বর (সন্ধ্যা ৬.৩০ ঘটিকায়) ইস্কনের প্রভুবৃন্দের দ্বারা বিশেষ পূজা ও আরতি এবং পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে দামোদর আরতি। এর পাশাপাশি ১১ নভেম্বর (সন্ধ্যা ৬.৩০ ঘটিকায়) নৃত্যানুষ্ঠান অনুষ্টিত হবে ।

এছাড়াও উপস্থিত থাকবেন বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিধায়ক চন্দনা বাউরি, এমপি সৌমিত্র খাঁ এবং লকেট চট্টোপাধ্যায় সহ অন্যায় বিধায়কবৃন্দ।

এ দিকে যে শুভেন্দু অধিকারীর বিভিন্ন বক্তব্য নিয়ে দীর্ঘ এক বছর রাজ্য রাজনীতি মহল তোলপাড়, সেই শুভেন্দুবাবুর বক্তব্য শোনার জন্য দুর্গাপুরে তাঁর অনুগামীরা এখন উদগ্রীব |

এই পুজোর প্রধান উদ্যোক্তা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় একজন শুভেন্দু অধিকারীর একনিষ্ট অনুগামী নেতা | তিনি বলেন, “শুভেন্দুবাবু জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করে, জগদ্ধাত্রী মায়ের আশীর্বাদে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উত্তরণ ঘটাবেন”।

এদিকে দেখার, দুর্গাপুরে তাঁর অনুগামীদের উজ্জীবিত করার মতো কোনও ঝাঁজালো বক্তব্য শুভেন্দুবাবু রাখেন কিনা। উঠে আসবে কি আগামীদিনের তাঁর পরিকল্পনা ? দলীয় কর্মীদের উজ্জীবিত করার মতো কোনও মেসেজ শুভেন্দুবাবু দিয়ে যাবেন কি সেটাই এখন দেখার।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *