অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা : আসানসোল বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ জানানো হল ।
আসানসোল বার অ্যাসোসিয়েশনের ডাকে শুক্রবার আসানসোল আদালত চত্বরে গান্ধী মূর্তির সামনে প্ল্যাকার্ড হাতে আইনজীবীরা বিক্ষোভ দেখান। তাতে মহিলা আইনজীবীদের সঙ্গে পুরুষ আইনজীবীরাও ছিলেন।
এই প্রসঙ্গে আসানসোল বার অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেশ তেওয়ারি বলেন, আরজি করে মহিলা ডাক্তারের সাথে যে ঘটনা ঘটেছে তা নিন্দা করার কোনও ভাষা নেই। এখন যেহেতু সিবিআই এই মামলার তদন্ত করছে, আসানসোল বার অ্যাসোসিয়েশন সিবিআইয়ের কাছে দাবি করছে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার তদন্ত শেষ করা হোক। অভিযুক্তদের কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক যাতে, তা একটা উদাহরণ তৈরি করা যেতে পারে।

তিনি আরও বলেন, আসানসোল বার অ্যাসোসিয়েশন দাবি করছে যে, সিবিআই যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক ।




Be First to Comment