গেট বন্ধ করে আইনজীবীদের বিক্ষোভ। নিজস্ব ছবি
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: এক আইনজীবীকে মারধর করার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার না করায় আসানসোল দক্ষিণ থানার পুলিশের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করল আসানসোল জেলা বার অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার সকাল থেকে আসানসোল জেলা আদালত বার অ্যাসোসিয়েশনের সদস্য আইনজীবীরা আসানসোল আদালতে গেট বন্ধ করে বিক্ষোভ প্রতিবাদের সামিল হন। আটকে দেওয়া হয় বিভিন্ন থানা থেকে আসা পুলিশের একাধিক গাড়িকে। সেইসব পুলিশের গাড়িতে আসামিদের পাশাপাশি ছিলেন পুলিশ অফিসাররা। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় গোটা আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আসানসোল জেলা আদালতে আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু সহ একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা আসেন । এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন আসানসোল বার অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেশ তেওয়ারি, সম্পাদক বাণীকুমার মণ্ডল ও প্রাক্তন সভাপতি অমিতাভ মুখোপাধ্যায়।
এই বিষয়ে আসানসোল বার অ্যাসোসিয়েশনর সভাপতি রাজেশ তেওয়ারি বলেন, “দিন ২০ আগে আসানসোল পুরনিগমের ৪৮ নম্বর ওয়ার্ডের বুধার বাসিন্দা আইনজীবী অভিষেক চৌবে এক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোচ্ছিলেন। সেই সময় ২০/২৫ যুবক তাঁকে ঘিরে ধরে। তাদের মধ্যে বেশ কয়েকজন কুখ্যাত অপরাধীও ছিল। তারা ওই আইনজীবীকে স্থানীয় একটি খাটালে টেনে নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করে। আইনজীবীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পরে তিনি আপাতত সুস্থ হয়েছেন।”
গোটা বিষয়টি জানিয়ে আইনজীবীর তরফে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা সত্ত্বেও, অভিযুক্তদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি মুল অভিযুক্ত হাইকোর্ট থেকে আগাম জামিনও নিয়েছে। পুলিশের ভূমিকা একবারেই ঠিক নয়। তিনি আরো বলেন, এর বিরুদ্ধে এদিন আদালতের আইনজীবীরা গেট বন্ধ করে দিয়ে পুলিশের গাড়ি আটকে আন্দোলন করেন। তার দাবি , সবকিছু ম্যানেজ করা যায় না। কখনো কখনো পুলিশকেও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হয়।
সম্পাদক বলেন, “আমরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নই। কিন্তু যখন অভিযোগ দায়ের করা হয়েছে, তখন তো পুলিশের পদক্ষেপ করা উচিত। একজন আইনজীবীর যদি কোনরকম নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের কি হবে? আমরা চাই আইনজীবী হেনস্তার হওয়ার ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে সবাইকে পুলিশ অবিলম্বে গ্রেফতার করুক।”
আসানসোল জেলা আদালতে প্রবীণ আইনজীবী বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি অমিতাভ মুখোপাধ্যায় বলেন, আমরা পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি। তাই এ দিন আমরা পুলিশের কোনো গাড়ি আদালতে ঢুকতে দিইনি। যতক্ষণ পর্যন্ত না গ্রেফতার করা হচ্ছে, ততক্ষণ আইনজীবীরা আন্দোলন করবেন।
দুপুর ৩টের পরে আসানসোলের পুলিশ আধিকারিকরা সমস্যার সমাধানে আদালত চত্বরেই বার অ্যাসোসিয়েশনের কনফারেন্স হল-এ আইনজীবীদের সঙ্গে আলোচনায় বসেন। বেশ কিছুক্ষণের আলোচনায় পুলিশ আধিকারিকরা আশ্বাস দিয়ে বলেন, তাদেরকে সাতদিন সময় দেওয়া হোক। তার মধ্যে তারা আইনের মধ্যে থেকে যা পদক্ষেপ নেওয়ার তা নেবেন। আইনজীবীরা পুলিশ আধিকারিকদের আশ্বাস মেনে নিয়ে বলেন, “আগামী সাতদিন আমরা দেখবো, পুলিশ কি করছে। সদর্থক কিছু না হলে আলোচনায় বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” এর পর আদালত চত্বরের পরিস্থিতি স্বাভাবিক হয়।
Be First to Comment