অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা : আসানসোল আদালতের আইনজীবীরা দীর্ঘদিন ধরে ফ্যামিলি কোর্ট অর্থাৎ পারিবারিক আদালতের ইস্যুতে আন্দোলন করে আসছেন। সোমবার এই ইস্যুতে আসানসোল আদালতের আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ দেখান। পরে তাঁরা ধর্নায় বসেন আদালত সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে ।
আসানসোল আদালতের সমস্ত আইনজীবী এখানে উপস্থিত ছিলেন। যাঁরা এই ইস্যুতে প্রতিবাদকে সমর্থন করছেন। উপস্থিত ছিলেন আসানসোল ডিস্ট্রিক্ট কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেশ তিওয়ারি। তিনি বলেন, আসানসোল আদালতের আইনজীবীরা দীর্ঘদিন ধরে পারিবারিক আদালতের ইস্যুতে আন্দোলন করে আসছেন।যদি একই আদালতে ৩০ হাজার মামলা নিষ্পত্তি করতে দেওয়া হয়, তাহলে অনেকে সমস্যায় পড়বে। আসানসোল আদালতে একটি মামলার তারিখ আসতে বেশ কয়েক মাস সময় লেগে যাবে ।
তাই আইনজীবীদের দাবি, আদালতে যে মামলাগুলি ছিল সেগুলিকে ওই আদালতে ফেরত পাঠানো হোক।
তিনি আরও বলেন, আসানসোল আদালতের আইনজীবীরা এই ব্যাপারে জেলা জজ, জোনাল জজ এবং হাইকোর্টের বিচারপতির সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনো ইতিবাচক উত্তর পাওয়া যায়নি । যে কারণে আইনজীবীরা এ দিন প্রতিবাদ করে ধর্নায় বসেন।

এ দিকে বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বাণীকুমার মণ্ডল স্পষ্ট করে বলেন, ফ্যামিলি কোর্টের কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ন্যায় বিচারের সন্ধানে থাকা সাধারণ মানুষের । একটি মামলার শুনানিতে এত বিলম্ব হবে যে মানুষ বিরক্ত হবে। তিনি বলেন, তাদের দাবি পূরণ না হয়, তাহলে তারা এভাবেই প্রতিবাদে বসে থাকবেন।
প্রসঙ্গত,গত মার্চ মাস থেকে আইনজীবীরা কর্মবিরতি পালন করছেন।




Be First to Comment