Press "Enter" to skip to content

আসানসোল শহরের জিটি রোডে ধস, এলাকায় আতঙ্ক

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোল পুরনিগমের ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের মাঝে মুর্গাশোল এলাকায় হাইড্রেনের কাছে জিটি রোডে ধসের ঘটনা ঘটে।

এই ধসের ফলে রাস্তায় লম্বা একটা ফাটল দেখতে পান এলাকার বাসিন্দারা। স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা দেখা দেয়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।

খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনকে। পরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে এলাকাটি ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়। ধসের কারণে রাস্তায় ফাটল ধরায় এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে এলাকায় আসেন আসানসোল পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রণবীর সিং ভারারা ওরফে জিতু।

পরে রণবীরবাবু বলেন, এই এলাকাটি খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
তিনি বলেন, যদি কোনও বড় গাড়ি সেখান দিয়ে যায় , তাহলে পুরো রাস্তাটি ভেঙে পড়তে পারে। রণবীর সিং ভারারা আরো বলেন, এখানকার উঁচু ড্রেনটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল। এখন সেই ড্রেনের পিলারের ক্ষমতা নষ্ট হয়ে গেছে। তাই পুরো রাস্তাটি ধীরে ধীরে বসে যাচ্ছে। যদি অবিলম্বে এটি মেরামত করা না হয়, তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

কাউন্সিলর জানান, আমি এই বিষয়টি আসানসোল পুরনিগমের মেয়র, পুরকমিশনার, দুই ডেপুটি মেয়র, চেয়ারম্যান সহ সবাইকে অবহিত করেছি ।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *