অন্ডাল : একেবারে ভয়াবহ ঘটনা ঘটল। আর তাতে একটা আস্ত স্কুল হুড়মুড়িয়ে ভেঙে পড়ল!
মঙ্গলবার রাতে পশ্চিম বর্ধমান জেলার কয়লাখনি এলাকা অন্ডালের খাস কাজোড়া আজির বাগানে ধসের জেরে এমনটাই ঘটেছে। তবে রেহাই একটাই। দিনের বেলায় স্কুল চলাকালীন এই ইংরেজি মাধ্যম স্কুলটিতে এই ঘটনা ঘটেনি। তাই অসংখ্য পড়ুয়ার জীবন রক্ষা পেলো, রাতের দিকে এই ধসের ঘটনা ঘটায়। তবে এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন এই ঘটনার পরে। তাদের আশঙ্কা আগামী দিনে অন্য সব জনবহুল। এলাকাগুলিতেও এই ধসের ঘটনা ঘটতে পারে।
মঙ্গলবার রাতের এই ঘটনার খবর পেয়ে বুধবার এলাকায় আসেন রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দোপাধ্যায়।
জানা গেছে, রাতের দিকে অন্ডাল থানার অন্তর্গত খাস কাজোড়ার আজির বাগান এলাকায় একটি বেসরকারি স্কুলের নিচের অংশ হঠাৎই ধসের কবলে পড়ে। এই ঘটনার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্কুলের একটা বড় অংশ। এই ঘটনাশ আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এলাকার বাসিন্দারা শিউরে উঠেন হঠাৎ করেই স্কুলের একটা অংশ ধসে পড়ায়। স্কুল সংলগ্ন এলাকাও যেকোন সময় ধসের কবলে পড়তে পারে তা নিয়েই অনেকের রাতের ঘুম উড়েছে।

এলাকায় ধসের এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে অন্ডাল ব্লকের সহসভাপতি মলয় চক্রবর্তী দাবি করেছেন, ইসিএল কর্তৃপক্ষ অবৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা খনির কয়লা উত্তোলন করায় এই ঘটনা ঘটছে। তিনি আরো দাবি করেন, কয়লা খনির ভূগর্ভস্থ অংশে কয়লা কেটে নেওয়ার পর সেই অংশটিকে বালি দিয়ে ভরাট করে দেওয়া উচিত ছিল। সেই বালি দিয়ে ভরাট করা হয়নি। যার ফলে এই ধসের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে এলাকায় আসে অন্ডাল থানার পুলিশ। এই ঘটনার পরে ইসিএল কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে ওই এলাকাটি বিপজ্জনক এলাকা হিসেবে চিহ্নিত করে গোটা জায়গাটি ঘিরে ফেলা হয়েছে পুলিশের তরফে।
স্কুল পরিচালন সমিতির তরফে বাসুকিনাথ শর্মা বলেন, স্কুলে ৮০ জন পড়ুয়া আছে। ভাগ্য ভালো দিনের বেলায় এই ঘটনা ঘটেনি। সন্ধ্যের পরে এই ঘটনা ঘটেছে।
এদিকে, রানিগঞ্জ বিধানসভার অন্ডালের খাস কাজোড়ায় ইসিএলের কয়লা খননের ফলে কিছু বাড়ি সহ একটা বেসরকারি স্কুল ধসের কবলে পড়ে ধংসস্তূপে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার ইসিএলের আধিকারিক, পুলিশ, স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে সাথে নিয়ে সেই এলাকা পরিদর্শন করেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়।




Be First to Comment