আসানসোল: মাটির নিচে জলের পাইপলাইন বসানোর কাজ চলাকালীন মাটি ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটল আসানসোলে। এই ঘটনায় চার জন শ্রমিক চাপা পড়েন, যাদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় এক শ্রমিকের চিকিৎসা চলছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার আসানসোলের সালানপুর থানার ডালমিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের ‘জলজীবন মিশন’ প্রকল্পের অধীনে পূর্ত দফতরের তত্ত্বাবধানে জলের পাইপলাইন বসানোর কাজ চলছিল। শ্রমিকেরা মাটি খুঁড়ে পাইপ বসানোর কাজ করছিলেন, তখনই হঠাৎ মাটি ধসে পড়ে এবং চার জন শ্রমিক চাপা পড়েন।
দুর্ঘটনার পরই দ্রুত উদ্ধারকাজ শুরু করেন অন্যান্য শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। প্রথমে শাবল ও কোদাল দিয়ে মাটি কাটার চেষ্টা করা হলেও শ্রমিকদের বের করা সম্ভব হয়নি। পরে জেসিবি দিয়ে মাটি সরিয়ে তাঁদের উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তিন জনকে মৃত ঘোষণা করেন।

মৃত তিন শ্রমিক ঝাড়খণ্ডের পাকুর জেলার বাসিন্দা। তাঁরা হলেন রাজ্জাক শেখ (২২), রোহিত শেখ উদ্দিন শেখ (১৮), সামসুল শেখ (২০)। আহত শ্রমিক নীতেশ পাশওয়ান বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং কোনও সুরক্ষাব্যবস্থার ঘাটতি ছিল কি না, তা তদন্ত করে দেখছে প্রশাসন।




Be First to Comment