আসানসোল : আসানসোল লোকসভা কেন্দ্রের কুলটি পুর এলাকা বা বিধানসভা কেন্দ্রে সর্বাধিক সংখ্যক ভোটে পিছিয়ে রয়েছে তৃনমুল কংগ্রেস। এই বিধানসভা বা পুর এলাকায় তৃনমুল কংগ্রেসের থেকে বিজেপির ভোটের ব্যবধান ১৫ হাজারের বেশি।
তবে, এখানে পিছিয়ে থাকার পরেও, আগের নির্বাচনের তুলনায় ব্যবধান অনেক কম হওয়ায় স্বস্তি বোধ করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শাসক দলের নেতাদের ভয় ছিল যে লোকসভা নির্বাচনে কুলটি বিধানসভা থেকে ৪০ থেকে ৫০ হাজারের ব্যবধান হতে পারে। কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি ।এই কুলটি এলাকায় ২৮ টি ওয়ার্ড আছে। তার মধ্যে ৬ টিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে।
অন্যদিকে, বিজেপি ২২ টিতে এগিয়ে রয়েছে কুলটি পুর এলাকায়। ভোট পাওয়ার ক্ষেত্রে মেয়র পারিষদ সহ তিনটি বোরো চেয়ারম্যানের ওয়ার্ডে তৃনমুল কংগ্রেস পিছিয়ে রয়েছে।




Be First to Comment