প্রবোধ দাস, পুরুলিয়া: তীব্র দাবদাহকে উপেক্ষা করে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের কুড়মি সমাজ সমর্থিত নির্দল প্রার্থী অজিত মাহাতো বৃহস্পতিবার হুড়া ব্লকের কুলগোড়া গ্রাম ও কুলগোড়া মোড়ে প্রচার সারেন।
কুলগোড়া মোড়ে দোকানদারদের কাছে গিয়ে করজোড়ে ভোট প্রার্থনা করলেন নির্দল প্রার্থী। তিনি জনগণের উদ্দেশে বলেন, “আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি পুরুলিয়ার জন্য উন্নয়ন করার শপথ নিচ্ছি। এতদিন যাঁরা ভোট নিয়েছে তাঁরা শুধু নিজেরটাই বুঝেছে। সাধারণ মানুষের জন্য কিছুই করে নাই। তাই এবারে আমাকে ভোট দিয়ে পুরুলিয়ার উন্নয়ন করবেন।”
অজিত মাহাতো আরও বলেন, “পুরুলিয়ার জন্য আমার যে লড়াই-সংগ্রাম সেগুলো মানুষ এক্সেপ্ট করছে। প্রচারে গিয়ে মানুষের সমর্থন প্রচুর পাচ্ছি। এবারের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো নিজের গ্রামের সেতু তথা হুড়া থানার কোনাপাড়া সেতুটা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী থাকাকালীন শিল্যানাস করছিলেন কিন্তু এখন শেষ করতে পারেননি । “

তিনি আশা করছেন এবারের ভোটে মানুষ তাঁকে বিপুল সংখ্যক ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এ দিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন কুড়মি সমাজের ভোট আগামী লোকসভা নির্বাচনে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করবে ।




Be First to Comment