কুলটি : কুলটিতে ইসিএলের সোদপুর ওয়ার্কশপের গেটের সামনে অভিভাবক ও স্কুলের ছাত্রছাত্রীদের বিক্ষোভ। সোমবারের এই বিক্ষোভের জেরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, আচমকাই স্কুলের বাস পরিষেবা বন্ধ করে দিয়েছে ইসিএলের সোদপুর ওয়ার্কসপ কর্তৃপক্ষ । এদিন স্কুল বাস চালু করার দাবিতে বিক্ষোভে সামিল হলেন স্কুল পড়ুয়া থেকে অভিবাবকরা। উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের স্থানীয় কাউন্সিলার সৌরভ মাজি।
অভিভাবকেরা বলেন, দীর্ঘ দিন ধরে এই বাস পরিষেবা চলে আসছে। কিন্তু বর্তমান কর্তৃপক্ষ আচমকাই তা বন্ধ করে দিয়েছে। এর পেছনে কর্তৃপক্ষের কোনও অসৎ উদ্দেশ্য আছে বলে অভিভাবকদের দাবি। ইসিএল বা সোদপুর ওয়ার্কসপ কর্তৃপক্ষের এই অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





Be First to Comment